মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪০:৩০

অমিত শাহ'র বক্তব্যের ক'ড়া ভাষায় নি'ন্দা জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

অমিত শাহ'র বক্তব্যের ক'ড়া ভাষায় নি'ন্দা জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র বক্তব্যের নি'ন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, অমিত শাহ এর বক্তব্যে সা'ম্প্র'দা'য়ি'কতা এবং ঘৃ'ণা ছড়াবে।

ভারতের এই সংশোধনী বিলকে আরও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘ভারতের যে চরিত্র একটা অসা'ম্প্রদা'য়িক বা একটা সেক্যুলার (ধর্ম'নি'রপে'ক্ষ)- সেই ভা'বমূ'র্তি আর র'ক্ষা হচ্ছে না।’

ভারতের মন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে বলেন, 'প্রতিবেশী বাংলাদেশে সংখ্যাল'ঘুদের ওপর নি'র্যা'তন না থামার কারণে তারা নাগরিকত্ব সংশো'ধ'নী বিলটি এনেছেন।' বক্তব্যে সময় তিনি সরাসরি বিএনপি ও জামায়াতের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন যে, এই দু'টি দলের আমলে সংখ্যাল'ঘুদের ওপর নি'র্যা'তন অনেক বেশি হয়েছে।

এই বক্তব্য বিএনপি মেনে নিতে রাজি নয়। সেজন্য দলটি ক'ড়া ভা'ষায় তাদের বক্তব্য দিয়েছে। মির্জা ফখরুল বলেন, এই বক্তব্যের মধ্যে মা'রা'ত্মক রকমের সা'ম্প্র'দা'য়ি'কতা এবং ঘৃ'ণার বিষয় জড়িত রয়েছে। এছাড়া ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে এইভাবে আরেকটি রাজনৈতিক দলকে সরাসরি চি'হ্নি'ত করা বা আঙ্গুল দেখানো, সেটা কিভাবে শো'ভ'নীয় হয়-তা আমার জানা নাই।

তিনি বলেন ‘আমি মনে করি, পার্লামেন্টে তার এই বক্তব্য একেবারে সঠিক নয়। আমাদের সরকারের সময়ে সা'ম্প্র'দা'য়িক সং'ঘা'ত আমরা এড়িয়ে চলেছি। এরকম ঘটেইনি বলা যায়। এরপরও কোন ঘটনা ঘটে থাকলে, সেটা সা'ম্প্র'দা'য়িক নয়, সেটা রাজনৈতিক, দলের মধ্যে দলের স'ম'স্যার কারণে হতে পারে।’

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আসার পরে সংখ্যাল'ঘুদের সম্পত্তি দ'খ'ল করাসহ যে ধরণের আ'ক্র'ম'ণ হয়েছে, সে ব্যাপারে অমিত শাহ কিছু বলেননি। ভারতের দায়িত্বশীলরা এমন মন্তব্য করলে সেটা প'ক্ষপা'তদু'ষ্ট এবং তা শি'ষ্টাচা'রের মধ্যে পড়ে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে