বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৮:০১

নাগরিকত্ব বিল ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করেছে : পররাষ্ট্রমন্ত্রী

নাগরিকত্ব বিল ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করেছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত ঐতিহাসিকভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। সেখান থেকে প'দস্খ'লন হলে দেশটির ঐতিহাসিক অবস্থান দু'র্ব'ল হয়ে যাবে। 

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার এসব কথা বলেন। মার্কিন দূতকে উদ্বৃত করে সাংবাদিকদের তিনি বলেন, তার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত মিলার বলেছেন যে, তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। 

ভারতে ধর্মভিত্তিক যে নাগরিকত্ব বিল সম্প্রতি পাস হয়েছে এ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ভারত এই বিল অনুমোদন করে নিজের অবস্থানকে দু'র্ব'ল করছে।

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্যে 'প্রতিবেশী বাংলাদেশে সংখ্যাল'ঘুদের ওপর নি'র্যা'তন না থামার কারণে ভারত নাগরিকত্ব সংশোধনী বিলটি এনেছেন' - মর্মে যে কথাটি এসেছে সেই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি মনে করি এই কথাটি সত্য নয়।'

আবদুল মোমেন আরও বলেন, আমাদের দেশে সংখ্যাল'ঘু ও ধর্মীয় নি'র্যা'ত'ন হয় না। আমাদের দেশে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে অন্য ধর্মের কেউ নি'র্যা'তিত হয় না। এখানে সব ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। আমাদের সরকারের অনেক বড় বড় সিদ্ধান্ত নেয় অন্য ধর্মের লোক।

মন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে এখন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে; যা সোনালী অধ্যায় নামে পরিচিত। বাংলাদেশের মানুষ আশা করে, ভারত এমন কিছু করবে না যা আমাদের দু'শ্চি'ন্তার কারণ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে