বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১১:৩১:১৪

সব দলের ঘোষণাপত্রে জয় বাংলা স্লোগান থাকা উচিৎ: কৃষিমন্ত্রী

সব দলের ঘোষণাপত্রে জয় বাংলা স্লোগান থাকা উচিৎ: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক: নিবন্ধিত সকল রাজনৈতিক দলের ঘোষণাপত্রে ‘জয় বাংলা’ স্লোগান অন্তর্ভুক্ত করা উচিৎ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। টাঙ্গাইলে হানাদার মুক্তদিবস উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হাইকোর্ট জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের উচিত নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়ে তাদের ঘোষণাপত্রে ‘জয় বাংলা’ স্লোগান অন্তর্ভুক্ত করতে বলা।

অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানে যোগ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে