বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৫:৪৭

আচমকা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

আচমকা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের তিন দিনের ভারত সফর বা'তিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিল্লী যাওয়ার কথা ছিল। 

শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে এক বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল। 

এদিকে, গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশে সংখ্যাল'ঘুদের নি'র্যা'ত'ন করা হচ্ছে বলে ভারতের লোকসভায় যে অ'ভিযো'গ ওঠেছে, তা সঠিক নয় উল্লেখ করে আ'শ'ঙ্কা প্রকাশ করেছেন যে, প্রতিবেশী দেশটির প্রস্তাবিত নাগরিকত্ব আইন দেশটির ঐতিহাসিক ধর্মনিরপেক্ষ চরিত্রে প্র'ভা'ব ফেলবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের লোকসভায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে সংখ্যাল'ঘুরা নি'র্যাত'নের শি'কা'র হচ্ছেন বলে যে অ'ভিযো'গ তুলেছেন সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নি'র্যাত'নের শি'কা'র হচ্ছেন এ অভিযোগ সত্য নয়।

আবদুল মোমেন বলেন, যারাই এই তথ্য দিয়েছেন, তারা সঠিক তথ্য দেননি। বরং ভারতের লোকসভায় যে বিল পাস হওয়ায় স'হি'ষ্ণু ও ধর্মনি'রপে'ক্ষ দেশ হিসেবে দেশটির ঐতিহাসিক অবস্থান দু'র্ব'ল করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে