রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৪:৫০

'জিয়ার মতো মীরজাফররা আর যেন ক্ষমতায় আসতে না পারে'

'জিয়ার মতো মীরজাফররা আর যেন ক্ষমতায় আসতে না পারে'

নিউজ ডেস্ক: বাংলাদেশের মানুষকে সচে'তন থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোশতাক-জিয়ার মতো মীরজাফররা আর যেন কোনো দিন এ দেশে ক্ষমতায় আসতে না পারে, দেশের উন্নয়ন আর যেন বা'ধাগ্র'স্ত না হয়- সে দায়িত্বটা বাংলাদেশের জনগণকে নিতে হবে। আমাদের তরুণ সমাজকে নিতে হবে। প্রজ'ন্মের পর প্রজ'ন্মকে এ ব্যাপারে সচে'তন থাকতে হবে।

তিনি বলেন, বাংলার মাটিতে বার বার মীরজাফরদের জন্ম হয়েছে এবং তারা দেশকে ধ্বং'স করতে চেয়েছে। কিন্তু পারেনি। এ দেশের স্বাধী'নতা সার্বভৌ'মত্ব যারা বিশ্বাস করে তারাই জয়ী হয়েছে।শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সভার আয়োজন করে।

একাত্তরের মহান স্বাধীনতা যু'দ্ধে আ'ত্মত্যা'গকারী শহী'দ বুদ্ধিজী'বীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এদেশের জন্য বুদ্ধিজীবীরা জী'বন দিয়ে গেছেন, তাদেরকে নির্ম'মভাবে হ'ত্যা করা হয়েছিল। এমনকি নামটাও তো মু'ছে ফেলা হয়েছিল। কিন্তু সেটা তো মু'ছে ফেলতে পারেনি। কারণ আ'ত্মত্যা'গ কখনো বৃ'থা যায় না। কখনো বৃ'থা যায় নাই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন ছিল। সেটা হলো দুঃ'খি মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। দেশের একজন মানুষও যেন খাদ্যে ক'ষ্ট না পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ওপর কালো মেঘের ছায়া ছিল। সে মেঘ কে'টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে