সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৮:৫৮

এনআরসি প্রসঙ্গে গয়েশ্বর-নিতাই রায়কে নিয়ে মির্জা ফখরুলের রসিকতা

এনআরসি প্রসঙ্গে গয়েশ্বর-নিতাই রায়কে নিয়ে মির্জা ফখরুলের রসিকতা

নিউজ ডেস্ক : ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে নিয়ে রসিকতা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতের নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, '৪৮ সালে যখন দেশ ভাগ হয় তখন যে বিষয়গুলো ছিল, সে বিষয়গুলো আজকে ৭০ বছর পরে আবার সামনে নিয়ে আসা হলো। বলা হচ্ছে, অমুসলিমরা যেতে পারবে, আর মুসলিমদেরকে কোনো নাগরিকত্ব দেয়া হবে না। বিভাজন-বৈষম্য দেখেন।' 

মির্জা ফখরুল বলেন, আপনি ভিসা নিয়ে যাবেন ভারতে, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে একদিন দেরি হলে আপনাকে দিতে হবে ২১ হাজার টাকা ফাইন (জরিমানা)। আর আমাদের দাদা গয়েশ্বর দাদা বা নিতাই দাদা-উনারা যদি যান, যদি একদিন দেরি করেন তাহলে জরিমানা ১০০ টাকা। সম্পূর্ণ সা'ম্প্র'দা'য়ি'কতার বিষয়, যেটা আমরা চিন্তাও করতে পারি না যে, ভারতের মত গণতান্ত্রিক দেশে এ ধরনের রাজনীতি শুরু হবে এবং সা'ম্প্র'দা'য়িক আইন তৈরি হবে। যা সম্পূর্ণভাবে বি'ভা'জন তৈরি করছে।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমন রসিকতা করেন বিএনপি মহাসচিব।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান আখ্যা দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে বাংলাদেশ। যেটা আমরা বারবার বলি। আর তারা (ভারতের মন্ত্রী) পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে, বাংলাদেশে সংখ্যালঘু নি'র্যা'তন করা হয়, তার জন্য নাকি এ এনআরসি আইন তৈরি করেছেন। এ কথা বললে বলা হবে যে, আমরা ভারতবি'রো'ধী। না, কখনো না, আমরা ভারত বিরোধী নই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে