বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩:৪৩

২৫ জানুয়ারি থেকে সারা দেশে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

২৫ জানুয়ারি থেকে সারা দেশে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ কারণে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার ব'ন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষার আ'ইনশৃ'ঙ্খলা নিরা'পত্তা-সং'ক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনার কথা জানান। 

সভায় তিনি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন। পরীক্ষায় নকল এড়াতে এবার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তার মধ্যে প্রশ্নপত্রের সেট নির্ধারণ একটি। বিষয়টি নিয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে একটি এসএমএসর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেটকোড পাঠিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রের ভেতর প্রবেশ করতে হবে বলে জানান মন্ত্রী। কোনো কারণে দেরি হলে প্রবশেপত্র দিলে রোল নম্বর দিয়ে বিলম্বের তারিখ শিক্ষা বোর্ডে প্রতিবেদনের মাধ্যমে জমা দিতে হবে বলেও জানান তিনি। দীপু মনি বলেন, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্র সচিবই কেবল মোবাইল ব্যবহার করতে পারবেন, তবে তা স্মার্টফোন ব্যতীত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে