শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩:০৬

ঢাকা সিটির ভোট ১ ফেব্রুয়ারি, এসএসসি পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি

ঢাকা সিটির ভোট ১ ফেব্রুয়ারি, এসএসসি পরীক্ষা শুরু ৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক : অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ৩০ জানুয়ারি পূজা থাকায় বিভিন্ন মহলের চাপে নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সিইসি নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

এদিকে, ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সরস্বতী পূজা কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি (শনিবার) নির্ধারণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ভোটের বাধা ছিল এসএসসি ও সমমান পরীক্ষা। ইসির নির্দেশনায় পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে