মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ১০:২১:১৩

রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে আমরা এখন নিজেরাই সংকটে: কাদের

রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে আমরা এখন নিজেরাই সংকটে: কাদের

কক্সবাজার থেকে : মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মিসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিতে গিয়ে আজ আমরা মানবিক সং'কটে পড়েছি। রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের বিপ'র্যয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ আ'ত'ঙ্কে আছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে তাদের জনগণ তাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি পর্যটন শহর কক্সবাজারের সমুদ্র সৈকতকে বিশ্বের দরবারে এবং পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনার কথা জানান। সভা পরিচালনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এমএ মঞ্জুর।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী মাবু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে