বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০৮:১৭:২৪

বাউল গানের বিশ্ব ঐতিহ্য যেন প্রশ্নবিদ্ধ না হয়: সংসদে প্রধানমন্ত্রী

বাউল গানের বিশ্ব ঐতিহ্য যেন প্রশ্নবিদ্ধ না হয়: সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাউল গানের বিশ্ব ঐতিহ্য যেন প্রশ্নবি'দ্ধ না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে জাতীয় সংসদে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, বাউল গানের সঙ্গে সম্পৃক্তরা এমন কোনো কাজ করবেন না যা প্রশ্নবিদ্ধ হয়। আজকে বাউল গান বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে। যদি কেউ অ'পরা'ধ করে থাকে সেটা আমরা দেখব। তবে অহেতুক চুল কাটা বা বাউল গানে প্রতিব'ন্ধ'কতা সৃষ্টি করা এটা গ্রহণযোগ্য না।

বুধবার জাতীয় সংসদে হাসানুল হক ইনুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। রাজবাড়ী জেলার পাংশায় এক বাউলের চুল কেটে দেয়া নিয়ে প্রশ্ন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাউল গানকে বিশ্ব ঐতিহ্যে স্থান করতে আমরা উদ্যোগ নিয়েছি, সেটা আমরা অর্জন করেছি। বাউল গানের তো কোনো দোষ নেই। কিন্তু বাউল গান যারা করে বা ব্যক্তি বিশেষ সে যদি কোনো অ'পরা'ধে সম্পৃক্ত হয়, তাহলে আইন তার আপন গতিতে চলবে। আইনে যে ব্যবস্থা নেয়ার সেটা নেবে। এটার সঙ্গে গানের সম্পৃক্ততা নেই।

প্রশ্নকারীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনি কি এই নিশ্চয়তা দিতে পারবেন? যারা বাউল গান গাইছেন, আর বাউল গান গাইছেন বলেই যে তারা কেউ অ'পরা'ধ ছাড়া, অ'পরা'ধের ঊর্ধ্বে, কোনো অ'পরা'ধ করেন না বা করেননি। এটা তো ঠিক না। কে কি করছেন, ব্যক্তি বিশেষ, সেটার হিসেবে গ্রে'ফতার করা হয়েছে। নিশ্চয়ই কোনো অ'পরা'ধের সঙ্গে সংযুক্ত বলে বা অ'পরা'ধ সংগঠিত হয়েছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। কাজেই বিষয়টার সঙ্গে ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই। বরং বলব এরা এমন কোনো কাজ যেন না করে, আজকে যে বাউল গান বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে, সেটা যেন প্রশ্নবি'দ্ধ না হয়। সেই ধরনের কাজ যেন তারা না করেন। সে ব্যাপারে আমাদের সচেতন করা দরকার এবং সচেতন হওয়া দরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে