বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:২৬:৪০

ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলের সব স্থাপনা অপসারণের আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলের সব স্থাপনা অপসারণের আহ্বান বাংলাদেশের

নিউজ ডেস্ক: ইসরায়েলের সকল অবৈধ স্থাপনা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উঠিয়ে নিতে নিরাপত্তা পরিষদকে জরুরি ব্যবস্থা গ্রহণে ওআইসি’র পক্ষে আহ্বান জানালো বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বুধবার নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে ওআইসি ও বাংলাদেশের পক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে জাতিসংঘে রাবাব ফাতিমা বলেন, ‘ইসরায়েলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশনসমূহ বিশেষ করে রেজুলেশন ২৩৩৪ এর বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।’

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর সৃষ্ট অপরাধের তদন্ত শুরু করার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত ফাতিমা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আইসিসি দ্রুততার সাথে এটি বাস্তবায়ন করবে।

ফিলিস্তিনি জনগণের প্রতি সবসময় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন থাকবে জানিয়ে স্বাধীনতার জন্য বাংলাদেশের সুদীর্ঘ সংগ্রাম ও ১৯৭১ সালের ভয়াবহতম গণহত্যার কথা স্মরণ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, সেই সংগ্রাম ও ভয়াবহ স্মৃতি বাংলাদেশকে সর্বদা বিশ্বের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে উৎসাহ জুগিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে