সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪:৫৬

মঙ্গলবার থেকেই মেঘাছন্ন হয়ে যাবে আকাশ, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে!

মঙ্গলবার থেকেই মেঘাছন্ন হয়ে যাবে আকাশ, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে!

নিউজ ডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে ফের মেঘলা হয়ে যাবে আকাশ। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাড়বে তাপমাত্রাও।

আবহাওয়া জানাচ্ছে, একটি ঝঞ্ঝা আসছে । এর জেরে ফের ঠান্ডা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে পৌঁছতে পারে। দিনের তাপমাত্রাও বেড়ে ২৭ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। মঙ্গল-বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা হবে উত্তরের জেলাগুলিতে। আজ দিনভর আকাশ পরিষ্কার ছিল। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশ মেঘ মুক্ত রয়েছে। এদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার সকাল পর্যন্ত টানা তিন দিন শহর সর্বনিম্ন তাপমাত্রা ১২ ছিল। সোমবার সকালে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীতের অনুভূতিতে তা কোনও ফারাক আনেনি। সকাল থেকেই শহরে জমিয়ে শীত, এই কথা বলা যেতেই পারে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ সর্বনিম্ন ৩৪ শতাংশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে