বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ১০:০০:১৩

ধর্মীয় অনুভূতিতে আঘা'ত হলে ক'ঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ধর্মীয় অনুভূতিতে আঘা'ত হলে ক'ঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘা'ত করে- এমন কর্মকা'ণ্ডের বি'রু'দ্ধে ক'ঠো'র আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সবসময় স'ত'র্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাঙ্গা তার প্রশ্নে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ওড়না পরা নি'ষি'দ্ধ করা হয়েছে- এমন দাবি করে এর বি'রু'দ্ধে সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'ওই অ'ভিযো'গের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ত'দ'ন্তে কোনো সত্য'তা খুঁ'জে পাওয়া যায়নি। মেয়েদের ওড়না পরা নি'ষি'দ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডিও কোনো সিদ্ধা'ন্ত নেয়নি।'

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, স্বার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বর্তমান সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে ব'দ্ধপরিকর। স'ন্ত্রা'স, সা'ম্প্রদা'য়িকতা, জ'ঙ্গিবাদ ও মা'দক নি'র্মূলে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জননিরা'পত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার সর্বা'ত্মক উদ্যোগ ও সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে