সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৫২:৪৯

ভারতীয় ওই মন্ত্রীর মন্তব্য কাণ্ডজ্ঞান'হীন ও বাংলাদেশের জন্য লজ্জার : রিজভী

ভারতীয় ওই মন্ত্রীর মন্তব্য কাণ্ডজ্ঞান'হীন ও বাংলাদেশের জন্য লজ্জার : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক : ''ভারতে নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে অর্ধেক মানুষ বাংলাদেশ ছেড়ে চলে যাবে'' ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জে কৃষ্ণ রেড্ডি'র এমন বক্তব্যের ক'ড়া জ'বাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ''ভারতীয় ওই মন্ত্রীর এই মন্তব্য কা'ণ্ডজ্ঞা'নহী'ন এবং বাংলাদেশের জনগণের জন্য তা ল'জ্জার ও অ'পমা'নজনক।''

রিজভী বলেন, লাখো শহীদের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা বোনের সম্মান-সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম পাকিস্তান থেকে বেরিয়ে এসে, ভারতের নাগরিকত্ব পাওয়ার আশায় নয়। অথচ বাংলাদেশের জনগণ সম্পর্কে ভারত সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন মন্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও রকমের প্র'তিবা'দ জানানো হয়নি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব একথা বলেন রিজভী। তিনি আরও বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, কে ভোট দিল, কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা প্রকা'শ্যেই স্বী'কার করে নিলেন, তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা সরকার গঠনের জন্য দেশের জনগণ কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলের আবেদনের বিষয়ে তিনি কিছু জানেন না। দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য সারাদেশে আন্দো'লন সংগ্রাম অব্যাহত আছে। দু'দিন আগেও আমরা একটা বড় সমাবেশ করেছি। আমরা এখনও তার মুক্তি দাবি করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে