মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২২:৩৫

আমরা দুর্নী'তি করব না, কাউকে দুর্নী'তি করতে দেব না : মাশরাফি

আমরা দুর্নী'তি করব না, কাউকে দুর্নী'তি করতে দেব না : মাশরাফি

নিউজ ডেস্ক : মুজিববর্ষে ছাত্রলীগের স্লো'গা'ন হওয়া উচিত ''দুর্নী'তি করতে দেব না, দুর্নী'তি করব না''। এই স্লো'গা'নে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপা'র্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক ব্যাডমিন্টন টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এই দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধন শেষে মাশরাফি এক প্রীতি ম্যাচে অংশ নেন।

উদ্বোধনী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মাশরাফি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাস হয়ে উঠবেন এটাই আশা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে