বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪০:০৭

অতি উৎসাহী হয়ে দলীয় এমপিদের বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অতি উৎসাহী হয়ে দলীয় এমপিদের বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিখিল ভদ্র : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী 'মুজিববর্ষ'কে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় সংসদ সদস্যদের স'ত'র্ক করে বলেছেন, মুজিববর্ষে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কর্মসূচি নিতে হবে।

এক্ষেত্রে গৃহহীনদের আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মুজিববর্ষের নামে যাতে চাঁদাবাজি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আগে কেন্দ্রের অনুমতি নিতে হবে। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এই নির্দে'শনা দেন বলে বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য জানিয়েছেন।

তারা আরো জানান, সংসদ অধিবেশনে দলীয় মন্ত্রী-এমপিদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি ক'ঠো'র হুঁ'শিয়া'রি উচ্চারণ করে বলেন, আমি তো সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকি। আপনারা পারবেন না কেন? মন্ত্রীরা যেন সংসদ চলাকালীন বাইরের প্রোগ্রাম নি'রুসা'হিত করেন।

অধিবেশন চলাকলে বাইরের প্রোগ্রাম যত কম করা যায়, তত ভালো। বিশেষ করে আমার পেছনের আসনগুলোতে যারা বসেন তাদের উপস্থিতি যদি যথাযথ না হয়, তাহলে সেখান থেকে আসন পরিবর্তন করে দূরবর্তি জায়গায় দেওয়া হবে। যাতে অধিবেশন কক্ষ খালি না দেখা যায়। খালি দেখা গেলে 'সংসদের প্রতি এমপিদের মনোযোগ নেই'- এমন বার্তা বাইরে যাবে। তাই সকলকে এ বিষয়ে স'ত'র্ক থাকতে হবে। 

সভায় প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে কেউ যেন অতি উৎসাহী হয়ে ল'ম্ফ-ঝ'ম্ফ না করেন। বঙ্গবন্ধু হ'ত্যার পর কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে বিষয়টি সকলকে মনে রাখতে হবে। তখন বঙ্গবন্ধুর লা'শ নেওয়ার কাউকে খুঁ'জে পাওয়া যায়নি। তাই সকল বি'ভে'দ ভুলে দলকে সংগঠিত করতে হবে।

দলীয় এমপিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসবে। সেখানে যারা বক্তব্য রাখতে চান, আগে থেকেই প্রস্তুতি নিয়ে তা স্পিকারকে অবহিত করতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আগামী ১৯ মার্চ সংসদ চত্বরে শিশুমেলা অনুষ্ঠিত হবে। সেই মেলায় সকল এমপিদের উপস্থিত হওয়ার নির্দে'শনাও দেন তিনি। সূত্র : কালেরকণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে