বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪৯:৩৭

দেশের মানুষ যেন একটু সুখের মুখ দেখে, সেই চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

দেশের মানুষ যেন একটু সুখের মুখ দেখে, সেই চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : অনেক ক'ষ্ট, ব্য'থা-বে'দনা বুকে চেপে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ যেন একটু সুখের মুখ দেখে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে- সেই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে দেওয়া ভাষণ তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষকে সামনে রেখে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কারোর প্রতি বি'দ্বে'ষ নিয়ে চলি না। প্রতিশো'ধ নিতেও যাইনি। যেখানে অ'ন্যা'য় হয়েছে, সেখানে ন্যায় করার চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী জ'ঙ্গি-স'ন্ত্রা'স ও ধ'র্ষ'ণকারীদের বি'রু'দ্ধে তার সরকারের জিরো ট'লারে'ন্স নীতির কথা তুলে ধরে দেশবাসীকে এদের আইন-শৃ'ঙ্খ'লাবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স'ন্ত্রা'স-জ'ঙ্গিবা'দী-মা'দক ও ধ'র্ষ'কদের বি'রু'দ্ধে আমরা ক'ঠো'র ব্যবস্থা নিচ্ছি। অ'গ্নিস'ন্ত্রা'স, না'শ'কতা, নানা ষ'ড়য'ন্ত্রসহ বৈরী অবস্থা মোকাবেলা করেই আমরা দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের এই অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে তিনি দেশবাসীর সর্বা'ত্মক সহযোগিতাও কামনা করেন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে