বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:০৯:১৬

'ইলিয়াস কাঞ্চন একা নন, লাখো কোটি তরুণ রয়েছেন তার পিছনে'

'ইলিয়াস কাঞ্চন একা নন, লাখো কোটি তরুণ রয়েছেন তার পিছনে'

নিউজ ডেস্ক : নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বি'রু'দ্ধে সারাদেশে মা'মলা করার হু'মকি দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এর জবা'বে তার প'ক্ষে রাস্তায় না'মার হুঁ'শি'য়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধি'কার পরিষদের দুই নেতা মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসান।

সংগঠনটির ফেসবুকভিত্তিক প্লা'টফ'র্ম 'কোটা সং'স্কার চাই' গ্রু'পে পৃথক পোস্ট দিয়ে এবং লা'ইভে এসে দুজনে এ হুঁ'শিয়া'রি দেন। চলতি মাসের ১২ তারিখে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য এবং সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের বি'রু'দ্ধে ১০০ কোটি টাকার মা'নহা'নির মা'মলা করেন নিরা'পদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধ'রে সং'গ্রা'মরত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মা'নহা'নির মামলায় ১৩ ফেব্রুয়ারি আদালতে বিবা'দীর বি'রু'দ্ধে স'মন জারির পর সেদিনই সাবেক মন্ত্রী শাজাহান খানের সংগঠন শ্রমিক ফেডারেশন বৈঠক করে দেশব্যাপী ইলিয়াস কাঞ্চনের বি'রু'দ্ধে মা'মলা করার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সারাদেশে সমা'বেশের কর্ম'সূচি ঘো'ষণা করে। ইলিয়াস কাঞ্চনের বি'রু'দ্ধে মঙ্গলবার কয়েকটি জেলায় সমাবে'শে করে শ্রমিকরা।

এ পরিপ্রেক্ষিতে ফেসবুকে 'কোটা সং'স্কার চাই' গ্রু'পে বুধবার দেয়া পোস্টে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক ফারুক হাসান বলেন, ''শাহাজান খানের পেছ'নে তার পা'লিত শ্রমিকেরা থাকলে, ইলিয়াস কাঞ্চনের পে'ছনে রয়েছেন এদেশের লাখো কোটি তরুণ! ইলিয়াস কাঞ্চনকে একা ভাববেন না।''

আগের দিন মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে একই সংঠনের আরেক যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ''শাজাহান খানের জন্য ৭০ লাখ শ্রমিক রাস্তায় নামলে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশের সব শিক্ষার্থী নিরাপদ সড়ক আন্দোলনের মতো আবারও সড়কে নামবে।'' পরে 'কোটা সংস্কার চাই' নামে ফেসবুক গ্রুপে লাইভে এসে এ বিষয়ে আরও বক্তব্য দেন রাশেদ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে