শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৩৩:০৫

বাংলাদেশের একজন মানুষও গৃহহারা থাকবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশের একজন মানুষও গৃহহারা থাকবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হ'ত্যা করতে পারেনি কিন্তু এদেশীয় দালালরা বঙ্গবন্ধুকে হ'ত্যা করে হারের প্র'তিশো'ধ নিয়েছে। আমাদের বাড়িতে যারা আশা যাওয়া করতেন, আমার মা যাদের রান্না করে খাওয়াতেন তারাই বঙ্গবন্ধুকে হ'ত্যা করেছেন।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আসুন, দৃঢ় সংকল্পে আব'দ্ধ হই-মহান একুশের চেতনায় উ'দ্বু'দ্ধ হয়ে ঐক্যব'দ্ধভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের ওপর একটা দায়িত্ব সেটা হলো কোন লোকটা গৃহহারা আছে তা খুঁ'জে বের করা। একজন মানুষও বাংলাদেশের গৃহহারা থাকবে না। গৃহহী'নদের তালিকা তৈরি করেন। প্রত্যেককে ঘর করে দেয়া হবে।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের 'রোল মডেল' এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বাংলাদেশ নিয়ে অতীতে অনেকে অনেক কথা বলেছেন। এখন আর কোনো কথা বলার সুযোগ নেই। কারণ, আমরা খাদ্য উৎপাদনে উদ্ধৃত্ত, ঘূ'র্ণিঝ'ড়, বন্যাসহ সব দু'র্যো'গ আমরা মোকা'বিলা করতে শিখেছি। বাংলাদেশ এখন বিশ্বের কাছে মর্যাদাশীল দেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে