রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৫:৪০

পাপিয়ার মতো সমাজের কীটদের অপ'কর্মের দায় সংগঠন নেবে না : অপু উকিল

পাপিয়ার মতো সমাজের কীটদের অপ'কর্মের দায় সংগঠন নেবে না : অপু উকিল

নিউজ ডেস্ক : অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (বহি'ষ্কৃত) শামীমা নূর পাপিয়ার ক'ঠো'র শা'স্তি দাবি করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল। আজ রোববার বিকেলে পাপিয়াকে ব'হি'ষ্কার করে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে অপু এ দাবি করেন।

সাবেক এ সংসদ সদস্য বলেন, ''এই সকল সমাজের কী'টদের অপ'কর্মের দায় সংগঠন কখনোই নেবে না। এদের ক'ঠো'র শা'স্তির আওতায় আনা হোক।'' যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) উপধারা অনুযায়ী দলীয় শৃ'ঙ্খ'লা ভ'ঙ্গের দা'য়ে পাপিয়াকে আজী'বনের জন্য ব'হি'ষ্কার করা হলো।

পালিয়ে দেশত্যা'গ করার সময় গতকাল শনিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামিমা নূর পাপিয়া (২৮) এবং তার স্বামী ও অ'পরা'ধের সহযোগী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯), ও শেখ তায়্যিবাকে (২২) গ্রে'প্তার করে র‌্যাব। র‌্যাব বলছে, গ্রে'প্তা'রকৃ'তরা নরসিংদী ও ঢাকার বিভিন্ন এলাকায় অ'বৈ'ধ অ'স্ত্রের কা'রবা'র, মা'দ'ককা'রবার, চাঁ'দাবা'জিসহ না'রীঘ'টিত অসা'মা'জিক ক'র্মকা'ণ্ডে জ'ড়িত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে