সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:০০:০০

পাপিয়ার পরিচয় ও বিচার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

পাপিয়ার পরিচয় ও বিচার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : নারী ও মা'দক কেলে'ঙ্কা'রিতে গ্রে'ফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহি'ষ্কৃ'ত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক, অ'পরা'ধী হিসেবে এবং অ'পরা'ধ অনুযায়ী বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ''অ'পরা'ধ অনুযায়ী অ'পরা'ধী শা'স্তি পাবে। সরকার দলের হোক কিংবা বাইরের হোক- কোনো অ'পরা'ধীকে পার পেয়ে যেতে দেইনি। সব অ'পরা'ধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অ'পরা'ধ অনুযায়ী বিচার হবে।'

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ'পরা'ধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁ'জা হয়-ই, হবে না কেন? তারা সামনে আসবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই। আমাদের সরকারের আমলে এ ধরনের বিচার প্র'ক্রি'য়া চলেছে। বিষয়টি যখন আদালতে যাবে, তখন তো সবকিছুই আসবে। সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে নি'র্দে'শ দেয়া আছে, পরিচয়ই যেটাই হোক অ'পকর্মের জন্য যেন তার বি'রু'দ্ধে ব্যবস্থা নেয়া হয়। বিচার করা হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে