বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০৭:২৭

অনেক প্রভাবশালী ব্যক্তি ও রাজনীতিবিদের নাম বলে দিয়েছেন পাপিয়া

অনেক প্রভাবশালী ব্যক্তি ও রাজনীতিবিদের নাম বলে দিয়েছেন পাপিয়া

নিউজ ডেস্ক : সদ্য বহি'ষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ গ্রে'ফতার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমা'ন্ডে নিয়েছে পুলিশ। তবে এরইমধ্যে জিজ্ঞা'সাবাদে পাপিয়া ওরফে পিউদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেক পিলে চম'কানো তথ্য। বেরিয়ে আসছে অনেকের নাম। তদ'ন্তে উঠে আসছে, অনেক প্রভা'বশালীর সঙ্গে পিউর বিশেষ সম্পর্ক এবং ব্যবসার বিষয়টিও। 

ইতিমধ্যে র‌্যাব পাপিয়ার ঢাকার বাসা, অফিস এবং নরসিংদীর বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। এর কিছু তথ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একাধিক সূত্র বলছে, পাপিয়াকে নিয়ে অনেক রাজনৈতিক নেতার ঘুম হা'রা'ম হয়ে গেছে। কারণ, পাপিয়াকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, কারা বিভিন্ন কমিটিতে বড় পদ পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন এবং কারা পাপিয়ার কাছ থেকে সুবিধা নিয়েছেন এর সব তথ্য এখন আই'নপ্রয়ো'গকারী সংস্থার হাতে। 

কীভাবে পাপিয়ার উত্থান হয়েছে সে বিষয়টি নিয়েও ত'দ'ন্ত চলছে। তবে এরই মধ্যে পাপিয়া অনেক প্র'ভা'বশালী ব্যক্তি ও রাজনীতিবিদের নাম বলে দিয়েছেন বলে সূত্র নি'শ্চিত করেছে। জা'ল টাকা সরবরাহ, মা'দক ব্যবসা, অ'নৈ'তিক কাজ, অ'বৈ'ধ অ'স্ত্র ও মা'দক রাখার অ'ভিযো'গে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনকে তিন মামলায় মোট ১৫ দিন করে রি'মা'ন্ড ম'ঞ্জু'র করেছে আদালত।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, পাপিয়ার উ'ত্থা'নের পিছনে কাদের ভূমিকা ছিল- কারা পাপিয়া গংদের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন তাদের প্রত্যেকের বিষয়ে খোঁ'জখবর নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটি তথ্যকে অত্যন্ত গু'রু'ত্বের সঙ্গে নিচ্ছি। সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেওয়া হবে।

ত'দ'ন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পাপিয়া মুসলিম ধর্মের অনুসারী হলেও তার নিয়মিত যাতায়াত ছিল কালী মন্দিরে। এর বাইরেও তিনি শিব লিঙ্গের পূজা করতেন। গ্রেফতারের পর দেখা যায়, পাপিয়ার এক হাতে কাবার ছবি, অন্য হাতে মন্দিরের ছবি আঁকা রয়েছে। জি'জ্ঞা'সাবাদে রাজনীতিতে উ'ত্থা'নের নিয়ামক হিসেবে দুজন প্রভাবশালী নেত্রীর নাম বলেছেন পাপিয়া। পরবর্তীতে তারাও নিয়মিতভাবে পাপিয়ার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। তাদের একজন তার ব্যবসায়িক পার্টনারও। 

প্রভা'বশালী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সুন্দরী তরুণী সরবরাহ করতে পাপিয়ার সহায়তা চাইতেন অনেকে। সেখানেই ওই প্রভা'বশালীদের অ'ন্তর'ঙ্গ মু'হূ'র্তের ছবি ধারণ করে রাখতেন তিনি। পরবর্তীতে তাদের নিয়মিতভাবে ব্ল্যা'কমে'ইলিং করতেন তিনি।  অনেকের সঙ্গেই ঘ'নি'ষ্ঠ সম্পর্কে জড়ান পাপিয়া। গড়ে তোলেন এক বিশাল সি'ন্ডিকে'ট। বিভিন্ন প্রভা'ব'শালী ও ধনাঢ্য ব্যক্তিদের ব্ল্যা'কমে'ইল করে দুই হাতে কা'মাতে থাকেন অর্থ।

নরসিংদী শহর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার সাহা বলেন, ''এত অল্প সময়ে কেউ বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হতে পারে না। তারা অনৈ'তিক কাজ করেই এসব অর্জন করেছেন। আর অসহায় ও দরিদ্র মেয়েদের চাকরি দেওয়ার কথা বলে তাদের দেহ ব্যবসা করতে বা'ধ্য করতেন। নইলে তাদের ওপর নি'র্যা'তন চালানো হতো।'' নরসিংদী শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পাপিয়া ও তার স্বামীর চালচলন দেখে প্রথম থেকেই আমাদের স'ন্দে'হ ছিল। তার চারিত্রিক বৈশিষ্ট্যও স'ন্দে'হের বাইরে ছিল না। তার আয়ের উৎস সম্পর্কে সব সময় ধোঁ'য়া'শা ছিল। সূত্র : বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে