বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৩৪:২৫

সম্রাট-পাপিয়াদের জন্য নিজেকে রাজনীতিবিদ বলতে লজ্জা লাগে : নাসিম

সম্রাট-পাপিয়াদের জন্য নিজেকে রাজনীতিবিদ বলতে লজ্জা লাগে : নাসিম

নিউজ ডেস্ক : সম্রাট আর পাপিয়াদের মতো দুর্নী'তিবা'জ দু'র্বৃ'ত্তদের কারণে আমাদের সব অর্জন মুছে যাচ্ছে। এদের জন্য নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে ল'জ্জা লাগে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম'ণ্ড'লীর সদস্য মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত 'সাংস্কৃতিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকা এবং আমাদের প্রধানমন্ত্রী' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, সবক্ষেত্রেই বাংলাদেশ আজ আলোকিত। তার মধ্যে কিছু কষ্ট আছে, কষ্ট গুলো হলো দীর্ঘদিন ক্ষ'মতায় থাকার পর কেন এই দেশে সম্রাট ও পাপিয়ার মতো দুর্নী'তিবাজদের জন্ম হবে। তা‌দের কার‌ণে আজ আমাদের সব অর্জন ন'ষ্ট হ‌য়ে যা‌চ্ছে। এরশাদ ও খালেদার বি'রু'দ্ধে লড়াই করে রাস্তায় পুলিশের মা'র খেয়েছি, জেল খে'টেছি। তখন কোথায় ছিল এই দুর্নী'তিবা'জরা? কখনো রাসেল স্কয়ারে দেখিনি এদের। খুঁ'জে বের করতে হবে এদের কে সৃষ্টি করেছে? 

তিনি বলেন, আজ সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, আন্দো'লনের সময় হাতেগোনা লোক দেখতাম। এদের জন্য ল'জ্জা আমার, আমাদের সবার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ'ঙ্গি দমনে আমরা সফল। জ'ঙ্গিবা'দ দ'মনে যদি সফল না হতো, তাহলে বাংলাদেশ ব্য'র্থ রাষ্ট্রে পরিণত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ জ'ঙ্গিমু'ক্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে