বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৪:৫১:৩৩

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে ইমরান খানের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে ইমরান খানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকার এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি। যদিও শুভেচ্ছা পত্রে ২৬ মার্চ দিনটিকে 'ন্যাশনাল ডে' বা 'জাতীয় দিবস' লেখা হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়ার নীতিতে বিশ্বাসী হয়ে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখতে আমাদের দুই দেশের আন্তরিক ইচ্ছা রয়েছে। ইমরান খান লিখেছেন, বাংলাদেশের ভাতৃসম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করছি। 

উল্লেখ্য, ১৯৭১ সালে ৯ মাস র'ক্তক্ষ'য়ী মুক্তিযু'দ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান পৃথক হয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বাংলাদেশ গঠন করে। ১৯৭৪ সালে মুসলিম বিশ্বের ক্র'মাগত চা'পের মুখে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আজ আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ গোটা বিশ্বে রোল মডেল। অন্যদিকে, পকিস্তান এখন একটা ব্যর্থ ও হতদরিদ্র দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে এই উন্নয়ন ও নিজেদের উল্টো যাত্রা নিয়ে একাধিকবার আক্ষেপ করেছেন ইমরান খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে