বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৫:৪৫:৫৮

৭৮৭ দিন পর দলীয় কার্যালয় ছাড়লেন রিজভী

৭৮৭ দিন পর দলীয় কার্যালয় ছাড়লেন রিজভী

নিউজ ডেস্ক : ২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে ২০২০ সালের ২৬ মার্চ। মধ্যখানে ৭৮৭ দিন। দেশের রাজনীতির এক ক্রান্তিকালে বাসা ছেড়ে দলের কেন্দ্রীয় কার্র্যালয়ে অবস্থান নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার মুক্তির পর অবশেষে দীর্ঘ ৭৮৭ দিন পর দলীয় কার্যালয় ছেড়ে বাসায় উঠেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটে দলীয় কার্যালয় ছাড়ার সময় রিজভী বলেন, এখন থেকে আর অফিসে সেভাবে রাতে অবস্থান করা হবে না। তবে দলীয় প্রয়োজনে যতটুকু সময় দরকার ততটুকু সময় কার্যালয়ে থাকবেন তিনি। ২০১৮ সালের ৩০ জানুয়ারি দেশের রাজনৈতিক ক্রান্তিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন রিজভী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে