বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১১:৪১:৫০

দেশের সব পোশাক কারখানা বন্ধের আহ্বান বিজিএমইএ সভাপতির

দেশের সব পোশাক কারখানা বন্ধের আহ্বান বিজিএমইএ সভাপতির

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘা'তী করোনা ভাইরাস। ইতোমধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এছাড়াও করোনায় মৃ'ত্যু হয়েছে পাঁচজনের। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ হাজার মানুষের। এরইমধ্যে আ'ক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছাড়িয়েছে। 

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে তিনজনের মৃ'ত্যু হয়েছে। আ'ক্রান্ত হয়েছে ৪৪জন। করোনা ভাইরাসের কারণে সার্বিক পরি'স্থিতি বিবেচনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক মালিকদের কারখানা বন্ধের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
 
এর আগের দিন আরেক সংগঠন বিকেএমইএও একইভাবে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। এর ফলে দেশের সব পোশাক কারখানা আপাতত বন্ধ থাকবে। তবে মাস্ক এবং পিপিপি তৈরির কাজ করছে এরকম কারখানাগুলো খোলা থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে