সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২:২২:০৫

দরিদ্রদের সহায়তা করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ এই দুর্যোগ কেটে যাবে : হানিফ

দরিদ্রদের সহায়তা করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ এই দুর্যোগ কেটে যাবে : হানিফ

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আত'ঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, দরিদ্রদের সহায়তা করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন ইনশাআল্লাহ, এই দুর্যোগ কেটে যাবে। করোনার কারণে সৃষ্ট পরি'স্থিতিতে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, এই দুর্যো'গ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। প্রয়োজনীয় নির্দে'শনাও দিয়েছেন। সামর্থের সবটুকু দিয়েই এই দুর্যো'গ মো'কাবেলার চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন।

হানিফ বলেন, আপনারা জানেন যে, আজ সারাবিশ্ব গভীর এক সং'কট এবং বিপ'র্যয়ের মুখে। গোটা মানবজাতি আত'ঙ্কগ্র'স্ত। মানবজীবন আজ বিপ'ন্ন। করোনা ভাইরাস নামক ভাইরাসের আ'ক্রমণে ইতিমধ্যে বহু মানুষের প্রাণহা'নি ঘটেছে। প্রতিদিন মৃ'ত্যুর মিছিল লম্বা হচ্ছে। আমাদের চিকিৎসকরা, নার্সসহ কর্মকর্তারা এই দুর্যো'গ মো'কাবেলায় অসীম সাহসের সঙ্গেই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস ১৪ দিন পর্যন্ত এক দেহ থেকে আরেক দেহে সং'ক্রমণ করার ক্ষ'মতা রাখে। একই ব্যক্তি একাধিকবার আক্রা'ন্ত হতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ নেই। পরিত্রাণের একমাত্র উপায় ও ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ব্রে'কডাউন করা। সেই জন্য আমাদের সবার প্রয়োজন ঘরে থাকা। অন্যের সং'স্পর্শ থেকে দূরে থাকা।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। একে অন্যকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আমি বা আপনি আমরা কেউ নিশ্চিত নই যে, আমরা করোনা ভাইরাস মুক্ত। সে কারণেই আমাদের এই মুহূর্তে করণীয় একটাই, সেটা হচ্ছে- ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা। সেই সঙ্গে অন্যের সং'স্পর্শ থেকে দূরে থাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে