মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ০১:০০:০১

দেশবাসীকে রক্ষায় দর্জির মত পিপিই সেলাইয়ে বসে গেলেন বুয়েটের প্রফেসর

 দেশবাসীকে রক্ষায় দর্জির মত পিপিই সেলাইয়ে বসে গেলেন বুয়েটের প্রফেসর

নিউজ ডেস্ক : ছবিতে যাকে দর্জির মত PPE সেলাই করতে দেখছেন, তিনি আসলে দর্জি না, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় প্রফেসর ড. মাকসুদ হেলালী স্যার। ছবিটা দেখেই স্যারের জন্য শ্রদ্ধা ও গর্বে বুকটা ভরে উঠলো। আল্লাহ পাক উনাকে আরো নেক হায়াত দান করুন।

গোটা দেশের সকলেই এখন করোনার ঝুঁকিতে আতঙ্কিত। জীবন রক্ষার এমন পরিস্থিতিতে যে যার মতো সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টায় নিয়োজিত। এ অবস্থায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে নানা ধরণের উদ্যোগ নেয়া হচ্ছে। অনেকে ব্যক্তিগতভাবেও যতটুকু সম্ভব কাজ করছেন।

এর মধ্যেই দারুন এক উদাহরণ তৈরি করলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন জ্যেষ্ঠ অধ্যাপক। চিকিৎসকদের জন্য নিজেই সেলাইমেশিনে পিপিই সেলাই করতে বসে গেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে