মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ০৩:৩২:০৮

ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী ফয়সাল সুস্থ হয়ে নিজের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রীকে

ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী ফয়সাল সুস্থ হয়ে নিজের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক : জার্মানিতে লেখাপড়া করা শেখ ফয়সাল হোসেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভি'ডিও কনফারেন্সর মাধ্যমে তার অভিজ্ঞতার কথা জানান।

করোনা থেকে সুস্থ হয়ে কনফারেন্সে শেখ ফয়সাল হোসেন বলেন, আমি জার্মানিতে পড়ালেখা করি, গত ১ মার্চ দেশে আসি পরিবারের সাথে সময় কাটানোর জন্য। ১০ দিন পর আমার শরীর খুব খারাপ মনে হয়। করোনার লক্ষণ দেখা দিলে আমি নিজে থেকে আইইডিসিআর যাই। সত্যি বলতে আমি প্রথম একটু ভ'য় পেয়েছিলাম। যে এখানে আমি জার্মানির মতো চিকিৎসা সেবা পাবো কি না?

শেষ পর্যন্ত আইইডিসিআর আমাকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকি। আমার পরিবারের সদস্য এবং আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদেরও হোম কোয়ারেন্টাইনে রাখে। চিকিৎসার পর কয়েক দফা টেস্টে পর যখন নেগেটিভ আসে, আমি পরিবারের কাছে ফিরে যাই। আমার পরিবারের অন্য কারো কোনো সমস্যা হয়নি।

আইইডিসিআর এর প্রসঙ্গে তিনি বলেন, এখান থেকে ডাক্তার ফার্সি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। খোঁজ খবর নিয়েছেন। আমি সত্যি খুশি। যে ধরনের চিকিৎসা দেয়া হয়েছে আমি এজন্য শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি দেশবাসীকে বলবো ঘরে থাকুন। যতদিন ঘরে থাকতে বলে ঘরে থাকুন। সবাই ঘরে থাকলে এরকম পরিস্থিতি মো'কাবিলা করতে পারবো।

পরে ফয়সালের কাছে প্রধানমন্ত্রী জানতে চান, তোমার পরিবারের কারো সমস্যা হয়নি? জবাবে ফয়সাল বলেন, না। এরপর প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ধন্যবাদ দিয়ে বিদায় নেন ফয়সাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে