বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ০৬:১৯:১৮

করোনার ঝুঁ'কি এড়াতে ৩ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

করোনার ঝুঁ'কি এড়াতে  ৩ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক : বিভিন্ন মামলায় বিচারের মুখো'মুখি তিন হাজার কারাবন্দিকে সাময়িকভাবে ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছে সরকার। করোনা ভাইরাস সং'ক্র'মণের ঝুঁ'কি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ হাজতিদের এ তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠিয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নি'শ্চিত করেছেন। তিনি বলেন, 'করোনা পরি'স্থিতির কারণে সারাদেশের বিভিন্ন কারাগার থেকে এসব হাজতিকে ছেড়ে দেয়া হবে। কারাগার নিরা'পদ রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।' কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক আবরার হোসেন বলেন, মন্ত্রণালয়ের আদেশে এ প্রস্তাব দিয়েছি।

জা'মিনযোগ্য ছোটখাটো অপরা'ধে যারা কারাগারে আছেন, এ রকম তিন হাজারের সামান্য বেশি হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপ'ত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। তিনি বলেন, শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেয়া যায় কিনা। মুক্তির বিষয়টি বিচারকদের হাতে, আমাদের হাতে নয়।

এদিকে করোনায় আক্রা'ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। নতুন করে আক্রা'ন্ত হয়েছেন তিনজন, এ নিয়ে সর্বমোট আক্রা'ন্ত ৫৪ জন। দেশে আক্রা'ন্তদের মধ্যে এ পর্যন্ত ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ পরি'স্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে