শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২০, ০৬:৩৩:৫৪

রোগীরা সেবা না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

রোগীরা সেবা না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের মধ্যে হাসপাতাল ও ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসা না পেয়ে ফেরত আসার অভিযো'গ করছেন কেউ কেউ। এমতাবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হু'শিয়ার করে বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলো থেকে রোগীরা সেবা না পেয়ে ফিরে গেলে সং'শ্লি'ষ্টদের বিরু'দ্ধে ব্যবস্থা নেয়া হবে।

করোনার সবশেষ পরি'স্থিতি জানাতে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ হুশি'য়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা শনা'ক্ত হওয়ার পর বেসরকারি হাসপাতালগুলো সেবা কম দিচ্ছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে। কাজেই জাতির এই দুঃসময়ে আপনাদের পিছপা হওয়াটা যুক্তিযুক্ত নয়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি মন্ত্রীর আহ্বান, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা দিন। আমরা কিন্তু এটা লক্ষ্য করছি। পরবর্তীকালে যা যা ব্যবস্থা নেয়ার আমরা কিন্তু সেসব ব্যবস্থা নিতে পিছপা হব না। মন্ত্রী জানান, নতুন করে ৫ জনের দেহে করোনা ভাইরাসের সং'ক্র'মণ ধ'রা পড়েছে। এ নিয়ে ৬১ জন করোনা রোগী রয়েছেন দেশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে