শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ০২:২৩:২৬

দেশব্যা'পী চলমান গণপরিবহন ব'ন্ধের নতুন তারিখ ঘোষণা

দেশব্যা'পী চলমান গণপরিবহন ব'ন্ধের নতুন তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মো'কাবেলায় দেশব্যা'পী চলমান গণপরিবহন ব'ন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষে'ধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে কোনো ধরনের যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে, করোনাভাইরাসের বিস্তাররো'ধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন ব'ন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আ'ক্রা'ন্তদের মধ্যে আরও দুজন মা'রা গেছেন। ফলে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সং'ক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে