শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ০২:৩১:৩৮

দেশে আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

দেশে আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

নিউজ ডেস্ক : দেশে করোনা আ'ক্রা'ন্তদের মধ্যে আরো চারজন সুস্থ হয়ে বাসা ফিরে গেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর নতুন করে আ'ক্রা'ন্ত হয়েছেন ৯ জন। 

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এতে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের  (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আ'ক্রা'ন্তদের মধ্যে আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে। এর মধ্যে সুস্থ ও মৃ'ত্যুর সংখ্যা বাদ দিলে বাকি ৩২ জনের মধ্যে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১২ জন, বাকি ২০ জন হাসপাতালে।

ফ্লোরা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃ'ত্যু হয়েছে। মৃ'ত্যুবরণকারী দুজনের মধ্যে একজন সর্বশেষ শনাক্তদের অন্তর্ভুক্ত। অন্যজনের শরীরে আগেই করোনাভাইরাসের উপস্থিতি ধ'রা পড়ে। তাদের দুজনের একজনের বয়স ৯০ বছর এবং অন্যজনের বয়স ৬৮ বছর। একজন ঢাকার অপরজন ঢাকার বাইরে। একজনের হৃদরোগ ছিল অন্যজনের পূর্বে স্টোকের ঘটনা ছিল। এ নিয়ে এ পর্যন্ত মৃ'ত্যুবরণ করলেন আটজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে