সোমবার, ০৬ এপ্রিল, ২০২০, ০৫:৪৬:৩৪

মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসায় নামাজ পড়ার নির্দেশ

মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসায় নামাজ পড়ার নির্দেশ

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সং'ক্রমণের ঝুঁ'কি এড়াতে মুসল্লিদের মসজিদের পরিবর্তে বাসায় নামাজ পড়ার নির্দেশনা দিয়েছে সরকার। অন্যথায়, দায়িত্বশীলদের বিরু'দ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হু'মকি দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত জ'রুরি বিজ্ঞপ্তিতে এ নির্দে'শনা দেওয়া হয়েছে।

নির্দে'শনায় বলা হয়েছে, করোনার সং'ক্রমণ রো'ধে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য কোনো মুসল্লি যেন মসজিদে না যান। জুমার জামাতে অংশ নেওয়ার পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের জন্য বলা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি জ'রুরি নির্দে'শনা দিয়ে বলা হয়েছে:

১. ভ'য়ান'ক করোনা ভাইরাসের সং'ক্রমণ রো'ধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দে'শ দেওয়া যাচ্ছে।

২. মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাইরে মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। ৩. একই সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। 

৪. এ সময়ে সারা দেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগি তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগতভাবে তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বি'প'দমুক্তির প্রার্থনা করবেন। ৫. অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত ২৯ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমরা মিলিত হয়ে মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার ব্যাপারে সর্বসম্মতভাবে আহ্বান জানিয়েছিলেন। তৎপরবর্তীতে পরি'স্থিতি দ্রুত ভ'য়'ঙ্কর অ'বন'তির দিকে যাচ্ছে দেখে বর্তমান পরি'স্থিতি পর্যালোচনা করে সর্বোচ্চ পর্যায়ের সকলের সঙ্গে পরামর্শক্রমে সকল ধর্মের মূলনীতির আলোকে এবং জাতীয় নিরাপ'ত্তা রক্ষার স্বার্থে এই নির্দে'শনা জারি করে ধর্ম মন্ত্রণালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে