মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ১১:১৩:৩৩

একজন ছাত্র কেন মা'রা গেল, রোগী আসলে চিকিৎসা করতে হবে : প্রধানমন্ত্রী

একজন ছাত্র কেন মা'রা গেল, রোগী আসলে চিকিৎসা করতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মো'কাবে'লায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও সিলেটের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের চিকিৎসায় অবহেলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য নানা সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে জানান, রোগী আসলে চিকিৎসা করতে হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভি'ডিও কনফারেন্স শুরু করেন প্রধানমন্ত্রী। ভি'ডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি। করোনা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসকদের অবহেলার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে কেন মা'রা যাবে?

যেসব ডাক্তারের বিরু'দ্ধে করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অব'হেলার অ'ভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় করোনাভাইরাস মো'কাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এর আগে করোনাভাইরাস মো'কাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভি'ডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। গত ৩১ মার্চ সকাল ১০টায় গণভবন থেকে এ  ভি'ডিও কনফারেন্স শুরু করেন। ভি'ডিও বার্তায় তিনি কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন। ওই ভি'ডিও কনফারেন্সে যুক্ত হন  ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ছয় সচিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে