মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ১১:২১:৫২

করোনায় কাজ করা চিকিৎসকদের জন্য পুরস্কার, অন্যদের শাস্তি: প্রধানমন্ত্রী

করোনায় কাজ করা চিকিৎসকদের জন্য পুরস্কার, অন্যদের শাস্তি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সং'ক্রমণ রো'ধে যেসব চিকিৎসক জীবনের ঝুঁ'কি নিয়ে কাজ করছেন তাঁদেরকে পুরস্কৃত করা হবে আর যারা কাজ করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে  বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে শুরু করা ভি'ডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভি'ডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সং'ক্রমণ রোধে যেসব চিকিৎসক জীবনের ঝুঁ'কি নিয়ে কাজ করছেন তাঁদেরকে পুরস্কৃত করা হবে। তাঁদের নামে পাঁচ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা করে দেওয়া হবে। এ ছাড়া তাঁদের জন্য রয়েছে আরো পুরষ্কার। আর যারা জাতির এই দুর্দিনে কাজ করছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, যারা করোনাভাইরাসের সং'ক্রমণ রো'ধে মানুষের পাশে নেই তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা আমি এখনই বলতে চাই না, তবে আমি দেখতে চাই। তিনি বলেন, তারা যদি এখনো ফিরে আসেন তবে আমি তাদের পরবর্তী তিন মাস দেখব। তাদের কাজের ওপর ভিত্তি করে ব্যবস্থার বিষয়টি বিবেবনা করব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে