মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৮:৩০:১৭

আনুষ্ঠানিকতা শেষ হলেই আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হবে : আইনমন্ত্রী

আনুষ্ঠানিকতা শেষ হলেই আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হবে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর খু'নি আব্দুল মাজেদের বিরু'দ্ধে ফাঁসির রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের গুলশানের অফিস থেকে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, তিনি কারাগারে করোনার ঝুঁ'কি সৃষ্টি করতে পারেন কি-না, এমন প্রশ্ন আমার কাছে এসেছে। আব্দুল মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফাঁসির দ'ণ্ডে দ'ণ্ডিত একজন আসামি। ফাঁসির দ'ণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে সলিটারি কনফাইনমেন্টে (পৃথক সেল) রাখা হয়। আব্দুল মাজেদ সলিটারি কনফাইনমেন্টে থাকবে। এ হিসেবে তিনি করোনা ছড়ানোর কোনো ঝুঁ'কি সৃষ্টি করবেন না।

তিনি বলেন, ''আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হ'ত্যার ষ'ড়য'ন্ত্র এবং হ'ত্যাকা'ণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার বিরু'দ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁসির দ'ণ্ড দেন।'' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হ'ত্যার দায়ে মৃ'ত্যুদ'ণ্ডপ্রাপ্ত বরখা'স্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ ২৩ বছর ধ'রে পলা'তক ছিলেন। সোমবার দিবাগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে