মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৯:৫৪:২৮

২০ বছর যাবৎ কলকাতাতেই লু'কিয়ে ছিলেন আব্দুল মাজেদ!

২০ বছর যাবৎ কলকাতাতেই লু'কিয়ে ছিলেন আব্দুল মাজেদ!

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খু'নের পর আর খোঁ'জ মেলেনি। টানা ৪৫ বছর নি'খোঁ'জ, মো'স্ট ওয়া'ন্টে'ড এমনই বাংলাদেশি বরখা'স্ত সেনা অফিসার ২০ বছরের বেশি সময় লু'কিয়ে ছিল কলকাতায়। বিবিসি বাংলার প্রতিবে'দনে এমন ত'থ্যই উ'ঠে এসেছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন বিবিসিকে এই ত'থ্য দিয়ে জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোরে গ্রে'প্তারের পর আদালতে তো'লার আগে কিছুটা সময় আব্দুল মাজেদের সাথে তার কথা হয়েছে। সেসময় তিনি (আ. মাজেদ) তাকে জানান যে, গত ২০ থেকে ২২ বছর যাবৎ তিনি ভারতে আ'ত্মগো'পনে ছিলেন। 

ভারতের কলকাতায় তিনি থাকতেন বলে জানান। তবে সুনির্দিষ্টভাবে তিনি কোন জায়গার নাম উল্লেখ করতে পারেননি। গত মাসের ১৫-১৬ তারিখের দিকে খু'নি মাজেদ বাংলাদেশে প্রবেশ করেন বলেও জানান তিনি। বিশ্বের অন্যতম চা'ঞ্চ'ল্যকর রাজনৈতিক হ'ত্যাকা'ণ্ডের একটি বাংলাদেশের জাতির জনক তথা প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খু'ন। আন্তর্জাতিক মহলে ঝ'ড় উঠেছিল ১৯৭৫ সালের ১৫ অগস্টের দিন। 

সেই ঘ'টনার ৪৫ বছরের মাথায় ঢাকায় ধ'রা পড়েছে খুনি সেনা অফিসারদের একজন আবদুল মাজেদ। যদিও অনেকেই পলা'তক। কয়েকজনের ফাঁ'সি হয়েছে। আ'টক মাজেদও ফাঁ'সির আসা'মী। বাংলাদেশ সরকার বলতে চায়নি দীর্ঘ সাড়ে চার দশক এই মো'স্ট ওয়া'ন্টেড বাংলাদেশি কোথায় আ'ত্মগো'পনে ছিল। তবে বিবিসি রিপো'র্টে দা'বি করা হয়েছে, বঙ্গবন্ধুকে খু'নের পর আবদুল মাজেদ ভারতে চলে যায়।

আবদুল মাজেদ কে মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশের কাউ'ন্টার টের'রিজম ইউনিট (সিটিটিসি) গ্রে'ফতার করে। সিটিটিসি জানিয়েছে, মাজেদের বাংলাদেশে ঢো'কার বিষয়টি ইন্টারপোল জানিয়েছিল। সেই ত'থ্য অ'নুযায়ী, তার গ'তিবি'ধি ল'ক্ষ্য রেখে গ্রে'ফতার করা হয়। আইনমন্ত্রী জানিয়েছেন, আব্দুল মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রে'প্তার করা হয়েছে।

তিনি বলেন, মাজেদ ফাঁ'সির দ'ণ্ডে দ'ণ্ডি'ত একজন আসামি। ফাঁ'সির দ'ণ্ডপ্রা'প্ত আসা'মিদের কারা'গারে সলি'টারি ক'নফা'ইনমে'ন্টে (পৃথক সেল) রাখা হয়। আব্দুল মাজেদ সলিটারি ক'নফা'ইনমে'ন্টে থাকবে। আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হ'ত্যার ষ'ড়য'ন্ত্র এবং হ'ত্যাকা'ণ্ডের সঙ্গে প্রত্য'ক্ষভাবে জ'ড়িত। তার বি'রু'দ্ধে সা'ক্ষ্য-প্র'মাণ পাওয়ার পর বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁ'সির দ'ণ্ড দেন। সূত্র-বিবিসি বাংলা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে