বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৭:০০

এবার চীনের অন্য প্রদেশে আ'ক্রমণ শুরু করেছে করোনা

এবার চীনের অন্য প্রদেশে আ'ক্রমণ শুরু করেছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহানে যখন করোনা ভাইরাসের বিদায়ে আনন্দ উদযাপন করছে, ঠিক একই সময় দেশটির উত্তরের একটি প্রদেশে নতুন করে সং'ক্র'মণ শুরু হয়েছে প্রা'ণঘা'তি এই ভাইরাসের। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহরে প্রথম সং'ক্র'মণ শুরু হয় করোনা ভাইরাসের। 

মাত্র দুই মাসের মধ্যে এই শহরের ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রা'ন্ত হন। আর মা'রা যায় আড়াই হাজারের বেশি বাসিন্দা। চীনের অন্যান্য অঞ্চলে সং'ক্র'মণ ঠে'কাতে ২৩ মার্চ শহরটি লকডাউন করা হয়। গত সপ্তাহে উহানে করোনা আক্রা'ন্ত ও মৃ'তের হার শূন্যের কোঠায় নেমে আসে। পরি'স্থিতির উন্নতি হওয়ায় বুধবার লকডাউন প্রত্যাহা'র করে নেওয়া হয়।

তবে উহানে নতুন করে প্রাণের সঞ্চার শুরু হলেও এখন করোনার থা'বা পড়েছে উত্তরের প্রদেশ হেইলংজিয়াংয়ে। বুধবার এখানে ২৫ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন। মূলত রাশিয়া সীমান্ত দিয়ে আক্রান্ত পর্যটকরা প্রবেশ করায় এ সংকট দেখা দিয়েছে। পরি'স্থিতি সামাল দিতে প্রদেশের সুইফেনহে শহরে উহানের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক ব্যক্তি লিখেছেন, ''পুরো দেশ যখন উহান খুলে দেওয়ার আনন্দ উদযাপন করছে তখন স্বল্প সংখ্যকই সীমান্ত দিয়ে সং'ক্র'মণ মো'কাবিলায় হেইলংজিয়াংকে প্রচ'ণ্ড চা'প মোকা'বিলা করতে দেখছে। সুইফেনহে ছোট শহর, যেখানে উন্নতমানের হাসপাতাল নেই, এটি কী করে বিপুল রোগীর চা'প সামাল দেবে?''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে