বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ০৮:৩৪:০৩

'ভারতে আটকে পড়া তাবলিগ জামাতের মুসল্লিদের খোঁজ খবর রাখছি'

'ভারতে আটকে পড়া তাবলিগ জামাতের মুসল্লিদের খোঁজ খবর রাখছি'

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তাবলিগ জামাতের মুসল্লি যারা আ'টকে পড়েছেন, তাদের বিষয়ে খোঁ'জ-খবর রাখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (০৭ এপ্রিল) এক ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ''সেখানে শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়া-ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের লোক ছিল। তবে আমাদের নাগরিক অপরা'ধী হলেও রাষ্ট্রের দায়িত্ব বর্তায় তাদের পাশে থাকার। আমরা সে অনুযায়ী কাজ করছি।''

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দিল্লির নিজামুদ্দিন তাবলিগে যোগ দেওয়া বাংলাদেশের নাগরিকদের বিষয়ে আমরা অবগত। এটা কিছুটা হলেও বি'ব্র'তকর পরি'স্থিতিরও সৃষ্টি করেছে। কারণ হলো, যে সময় এই সমাগম, আমি ঠিক টাইমটা জানি না, তবে যতটুকু মনে পড়ে সে সময় সেখানে সমাগম অনুৎসাহিত করা হচ্ছিল, তখনও তারা এটা চালিয়েছিলেন।

শাহরিয়ার আলম বলেন, ''তবে সেখানে যারা গিয়েছিলেন, তারা ভালো উদ্দেশ্যে নিয়েই গিয়েছিলেন। আমাদের হাইকমিশন প্রতিনিয়ত তাদের খোঁ'জ-খবর রাখছে। সেখানে কে কোথায় কোয়ারেন্টাইনে আছেন, সেটাও খোঁ'জ নেওয়া হচ্ছে।'' এ সময় তিনি আরো জানান, করোনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ৭৮টি দেশ থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে গেছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে একজন রাষ্ট্রদূতও রয়েছেন। তবে এমন নয় যে, তারা ভ'য়ে ঢাকা ছাড়ছেন। তারা তাদের পরিবারের সঙ্গে থাকতে চাইছেন। এটা নিয়ে বিভ্রা'ন্তি ছড়ানোর কোনো সুযোগ নেই ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে