বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০১:৪০:০৪

করোনার ওষুধ ফেভিপিরাভির তৈরি করেছে বিকন ও বেক্সিমকো ফার্মা

করোনার ওষুধ ফেভিপিরাভির তৈরি করেছে বিকন ও বেক্সিমকো ফার্মা

নিউজ ডেস্ক : অনুমতি চেয়েছে ইনসেপটা, ভেরিটাস, ডেল্টা, হেলথকেয়ার, জিসকা ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস। ওষুধ প্রশাসন রোববার বিকন ও বেক্সিমকো ফার্মাকে ফেভিপিরাভির ওষুধ তৈরির প্রাথমিক অনুমতি দেয়। এরই মধ্যে তারা ওষুধটি তৈরি করে স্যাম্পল ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।

জাপানের ফুজিফিল্ম হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান টয়োমা কেমিক্যাল এভিগ্যান তৈরি করেছে। এ গ্রুপের ওষুধ ফেভিপিরাভির। মূলত ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। চীনে করোনায় সৃষ্ট রোগ কোভিড-১৯’র চিকিৎসায় এটা বেশ ভাল ফল দিয়েছে।

ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, স্থানীয় আরও কয়েকটি কোম্পানি এওষুধ তৈরির প্রাথমিক অনুমোদন চেয়ে আবেদন করেছে। দুইটি কোম্পানি ওষুধ তৈরি করে স্যাম্পল জমা দিয়েছে। পরীক্ষার রেজাল্ট পজিটিভ হলে তাদের এ ওষুধ তৈরির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

 ইনসেপটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, আগামি সপ্তাহে তারা ফেভিপিরাভির তৈরির অনুমোদন পাবেন বলে আশা করছেন। করোনার চিকিৎসার জন্য দেশের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে রিকোনিল (হাইড্রোক্সি ক্লোরোকুইন) রপ্তানি বন্ধ রেখেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে