বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৩:২১:৪১

মাছ-মাংস-দুধ-ডিম উৎপাদনে সরকার সহযোগিতা করবে: রেজাউল করিম

মাছ-মাংস-দুধ-ডিম উৎপাদনে সরকার সহযোগিতা করবে: রেজাউল করিম

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, করোনা প্রাদুর্ভাবকালীন মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করবে। মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানিয়েছেন মন্ত্রী।

করোনা সংকটে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এক ভি'ডিও বার্তায় মন্ত্রী এ আশ্বাস প্রদান করেন। 

ভি'ডিও বার্তায় মন্ত্রী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আত'ঙ্কি'ত না হয়ে সতর্ক হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। একই ভি'ডিও বার্তায় মন্ত্রী বলেন, “রোগ প্র'তিরো'ধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস রাখুন।”

উল্লেখ্য, করোনা সং'কটে রোগ প্রতিরো'ধ ক্ষমতা বাড়াতে মাছ, মাংস, দুধ ও ডিম খাওয়ার প্রয়োজনীয়তা, এ সং'ক্রান্ত গুজ'ব ও অপ'প্রচার প্র'তিরোধে জনসচেতনা তৈরী এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধ'রার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভি'ডিও বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে