শুক্রবার, ২২ মে, ২০২০, ০৪:১৮:৩২

করোনায় পুলিশ যেভাবে সেবা দিচ্ছে জাতি তাদের চিরদিন স্মরণ রাখবে: মাহবুবে আলম

করোনায় পুলিশ যেভাবে সেবা দিচ্ছে জাতি তাদের চিরদিন স্মরণ রাখবে: মাহবুবে আলম

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামা'রী করোনা ভাইরাসের এই মহাদুর্দিনে পুলিশ যেভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। করোনা ভাইরাস আক্রা'ন্ত হয়ে পুলিশ বাহিনীর এক সদস্যের মৃ'ত্যুর পর ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করেন অ্যাটর্নি। করোনা আক্রা'ন্ত হয়ে এ পর্যন্ত ১১ জন পুলিশ সদস্য মা'রা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানী রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নায়েক মোহাম্মদ আল মামুন-রশিদ।

অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ বাহিনী জনগণকে সেবা দেওয়ার জন্য কোনরকম পিছপা হননি। তারা তারা সবসময় জনগণকে হাতজোড় করে ঘরে থাকতে বলেছেন। জনগণের সঙ্গে কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করেননি।তারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন সেটি একাত্তর সালের মুক্তিযু'দ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, আজও আমাদের করোনা ভাইরাসের বিরুদ্ধে যু'দ্ধ। এটি একটি মুক্তিযু'দ্ধ। তারা ( পুলিশ বাহিনী) যেভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন জাতি সেটা চিরদিন স্মরণ রাখবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে