শনিবার, ২৩ মে, ২০২০, ০২:০৯:১৭

৩ মাসের ভাড়া তো মওকুফ করেছিই, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাড়িভাড়া নেব না : ফারজানা

৩ মাসের ভাড়া তো মওকুফ করেছিই, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাড়িভাড়া নেব না : ফারজানা

নিউজ ডেস্ক : করোনার কারণে উপজেলার কিসমত করিমপুরের তার বাড়িতে  ১০ জন ভাড়াটিয়ার গত মার্চ থেকে মে মাস পর্যন্ত ভাড়া মওকুফ করেছেন চৌমুহনীর বেগমগঞ্জ উপজেলার ফারজানা তাহের।

মফস্বল এলাকা হলেও প্রতি মাসের বাসা ভাড়া ৮ হাজার টাকা করে। এদের কেউ ব্যবসায়ী, আবার কেউ স্বল্প আয়ের মানুষ। করোনার কারণে মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীদেরও আয় বন্ধ। ফারজানা বলেন, অনেকের আয়-রোজগার নেই। এজন্য ৩ মাস ভাড়া নিচ্ছি না। এখনই যেহেতু নিচ্ছি না, খারাপ হলে তো নেয়ার প্রশ্নই আসে না। আমি আমার নীতিতেই থাকব।

সম্প্রতি নিজের ফেসবুকে একটা পোস্ট দেন ফারজানা তাহের। পোস্টে তিনি লিখেন, মহান হওয়ার জন্য এই স্ট্যাটাস নয়, ফ্রেন্ডলিস্টে যদি এমন কেউ থাকেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাড়াটিয়াদের এই সাহায্যটুকু যেন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে