সোমবার, ২৫ মে, ২০২০, ০৬:২৭:০৬

ঈদের দিন সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

ঈদের দিন সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

নিউজ ডেস্ক : বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের দিন ১,৯৭৫ জন করোনা ভাইরাসে সং'ক্র'মিত রোগী শনা'ক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনা'ক্তের রেকর্ড। গতকাল রবিবারের চেয়ে আজ সোমবার ৪৪৩ জন বেশি আক্রা'ন্ত হয়েছেন।

গতকাল পর্যন্ত নতুন করে করোনা ভাইরাস শনা'ক্ত হয়েছিলেন ১,৫৩২ জন। এর আগের দিন শনিবার ১,৮৭৩ জন আর শুক্রবার ১,৬৯৪ জন শনা'ক্ত হয়েছিলেন।  দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনা'ক্ত ৩৫,৫৮৫ জন রোগী রয়েছে। 

আজ সোমবার ঈদের দিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রা'ন্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯,৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ২৪ জন। এনিয়ে মোট মা'রা গেছেন ৫০১ জন। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনা ভাইরাসের সং'ক্র'মণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে