মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ০৮:২০:৪২

আমার জন্য সবাই দোয়া করবেন: ডা. জাফরুল্লাহ

আমার জন্য সবাই দোয়া করবেন: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক : করোনা শনা'ক্তের পর আইসোলেশনে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন। রোববার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সং'ক্রমণ ধ'রা পড়ে। সোমবার কোভিড-১৯ আক্রা'ন্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা আক্রা'ন্ত হওয়ায় ঈদে আমি কারো সঙ্গে দেখা সাক্ষাত করিনি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কোনো ধরনের উপস'র্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা দরকার। যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক পরীক্ষা করে আক্রা'ন্ত রোগী শনা'ক্ত করে আইসোলেশনে রাখতে হবে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘গতকাল (রোববার) আমার জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়েছি। আমার পজিটিভ এসেছে। এতে করে আমার দ্বারা নতুন করে আর কেউ আক্রা'ন্ত হবে না। যদি দু-তিন দিন পরে পরীক্ষা করতাম তাহলে এর মধ্যে অনেকেই আক্রা'ন্ত হয়ে যেত। তাই আমি বলব, যত বেশি সংখ্যক সম্ভব দ্রুত পরীক্ষা করা দরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে