বুধবার, ২৭ মে, ২০২০, ১২:৩০:২২

অসুস্থ জাফরুল্লাহ চৌধুরীকে যা বললেন খালেদা জিয়া

অসুস্থ জাফরুল্লাহ চৌধুরীকে যা বললেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : 'আপনি ভেঙে পড়বেন না, সারাদেশের মানুষ আপনার জন্য দোয়া করছে', বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই বার্তা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে পৌঁছে দিলেন তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। রবিবার (২৪ মে) থেকে গণস্বাস্থ্যের কিটের পরীক্ষায় করোনা পজিটিভ শনা'ক্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ওই সময় দলীয় প্রধানের বার্তা তাকে পৌঁছে দেন শিমুল বিশ্বাস। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাফরুল্লাহ চৌধুরীকে জানানো হয়েছে যে, ''খালেদা জিয়া তার শারীরিক খোঁ'জখবর নিয়ে সুস্থতা কামনা করে বলেছেন, আপনি ভে'ঙে পড়বেন না, সারাদেশের মানুষ আপনার জন্য দোয়া করছে। পরম করুণাময় আল্লাহ নিশ্চয়ই আপনাকে সুস্থ করে তুলবেন।''

ডা. জাফরুল্লাহ চৌধুরী হাসি মুখে বিএনপি চেয়ারপারসনের উপহার গ্রহণ করেন এবং টেলিফোন করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক ডা. আরমান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সরদার জাহাঙ্গীর হোসেন ও ফটোসাংবাদিক বাবুল তালুকদার।

প্রসঙ্গত, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ শর্তসাপেক্ষ মুক্তি পান। বর্তমানে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় আইসোলেশনে আছেন। দেশে করোনায় এ পর্যন্ত মা'রা যাওয়া ব্যক্তিদের প্রতি শো'ক জানিয়ে ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা আক্রা'ন্তের খবরে তার আরো'গ্য কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে