বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৮:৫১:১৫

বিকেল ৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল

বিকেল ৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত চলবে। এরপর সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সাথে স্বাস্থ্যবিধি মেলে দোকান-পাট, শপিংমলগুলো চালু থাকবে।

তবে বিকেল ৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, দোকান-পাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি ক'ঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

আরো বলা হয়েছে, শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে