শুক্রবার, ২৯ মে, ২০২০, ০৯:২৪:০৮

সব খুলে দিন, শিক্ষাঙ্গন খুলে সর্বনাশ ডেকে আনবেন না

সব খুলে দিন, শিক্ষাঙ্গন খুলে সর্বনাশ ডেকে আনবেন না

পীর হাবিবুর রহমান: শর্ত আর স্বাস্থ্যবিধি যতোই বলুন বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, পাবলিক থেকে বেসরকারি, শিক্ষাঙ্গনে কোথাও কার্যকর করা যাবে না। যারা শিক্ষাঙ্গন খুলে দেবার কথা বলছেন তারা সর্বনাশা কথা বলছেন। শিক্ষাঙ্গনে, ক্লাসে, হলে, ডাইনিংয়ে, ক্যান্টিনে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা যেমন সম্ভব নয় তেমনি সম্ভব নয় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ। শিক্ষাঙ্গন মানেই ক্লাস নয়, গলাগলি আড্ডা, হৈ-চৈ, গিজগিজ, কত কিছু। দয়া করে শিক্ষাঙ্গন খুলে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও আমাদের সন্তান ছাত্রছাত্রীদের জীবনকে হুম'কির মুখে ঠেলে দিবেন না।

চরম দেউলিয়া চিকিৎসা ব্যবস্থা, অপর্যাপ্ত করোনা পরীক্ষার টেস্টের এই সময়ে জীবনকে জীবিকা ও অর্থনীতির ল'ড়াইয়ে করোনার সাথে যু'দ্ধ করে বাঁ'চার ল'ড়াইয়ে ঠেলে দিলেও সন্তানদের দেয়া যায় না।

অটোপ্রমোশন, অনলাইন ক্লাস, পরীক্ষা কিংবা সেশনজটের বিকল্প ঝুঁ'কি নেয়া যায়, ভবিষ্যৎ প্রজন্মের জীবনের ঝুঁ'কি নয়। লকডাউন অনন্তকাল চলতে পারে না বহুবার বহুজন বলেছি। পৃথিবীজুড়ে লকডাউনের অবসান হচ্ছে। শিক্ষাঙ্গন খোলার ঝুঁ'কি উন্নত দুনিয়াও নিচ্ছে না। দয়া করে সব খুলে দিন, করোনার ভ'য়াবহতা নিয়ন্ত্রণে না এলে আমাদের শিক্ষাঙ্গন খুলে স'র্বনাশ ডেকে আনবেন না। আমাদের সন্তানদের রোগ প্র'তিরোধ ক্ষমতাও শক্তিশালী নয়। প্রধানমন্ত্রী যথার্থই বলেছিলেন, করোনা নিয়ন্ত্রণে না এলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাঙ্গন বন্ধ থাকবে। সেখানেই থাকুন।
লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে