শনিবার, ৩০ মে, ২০২০, ১২:০২:৪৫

লিবিয়ায় পাচারকারীদের গু'লিতে নিহ'ত বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ, ভৈরবে শোকের মা'তম

লিবিয়ায় পাচারকারীদের গু'লিতে নিহ'ত বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ, ভৈরবে শোকের মা'তম

নিউজ ডেস্ক : লিবিয়ার দক্ষিনণাঞ্চলীয় শহর মিজদাহতে কমপক্ষে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে পা'চারকারীরা জিম্মি করে গু'লি করে হ'ত্যা করে, সেখানে আরো ১১ বাংলাদেশি মা'রা'ত্মক আহ'ত হয়েছেন। এদের মধ্যে ৮ জনের বাড়ি ভৈরবের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তাদের সবার পরিবারে চলছে শো'কের মা'তম। 

লিবিয়ায় মানব পা'চারকারীদের গু'লিতে নিহ'ত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের পরিচয় মিলেছে। শুক্রবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় নিহ'তদের নাম-পরিচয় প্রকাশ করেছে। নিহ'তরা হলেন- গোপালগঞ্জের সুজন ও কামরুল; মাদারীপুরের জাকির হোসেন, সৈয়দুল, জুয়েল ও ফিরোজ, জুয়েল ও মানিক, টেকেরহাটের আসাদুল, আয়নাল মোল্লা ও মনির, ইশবপুরের সজীব ও শাহীন, দুধখালীর শামীম; ঢাকার আরফান; টাঙ্গাইলের লাল চান্দ; কিশোরগঞ্জের ভৈরবের রাজন, শাকিল, সাকিব ও সোহাগ, রসুলপুরের আকাশ ও মো. আলী, হোসেনপুরের রহিম, এবং যশোরের রাকিবুল।

আহ'ত অপর ১২ জন হলেন- মাদারীপুর সদরের ফিরোজ ব্যাপারী, রাজৈর উপজেলার মো. আলী ও মো. সম্রাট খালাসি এবং সৈয়দুল ইসলাম; ফরিদপুরের ভাঙা উপজেলার মো. সাজিদ; কিশোরগঞ্জের ভৈরবের মো. জানু মিয়া ও মো. সজল মিয়া ও মো. সোহাগ আহমেদ; গোপালগঞ্জের ওমর শেখ; টাঙ্গাইলের মহেশপুরের মো. তরিকুল ইসলাম; চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মো. বকুল হোসেন এবং বাপ্পি মিয়া। আহ'তদেরকে দেশটির রাজধানী ত্রিপোলী মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। 

বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ইউরোপের ইতালি যাওয়ার উদ্দেশ্যের লিবিয়ায় পাড়ি জমান তারা। লিবিয়ায় বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে যাচ্ছিলেন তারা। সে পথে মানব পা'চারকারীরা তাদের জিম্মি করে। ঘটনাস্থল ত্রিপলি শহর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে। মানবপা'চারকারীরা মোট ৩৮ জনকে জড়ো করে। উদ্দেশ্য তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, অ'পহৃ'তদের রাজধানী ত্রিপলিতে নেওয়ার চেষ্টা করা হয়। 

তবে দ্রুত মুক্তিপণ আদায়ের জন্যে মিজদাহ শহরে নিয়েই শুরু হয় ব'র্ব'র নি'র্যা'তন। পরে জিম্মিদের এলো'পাতা'ড়ি গু'লিতে ঘটনাস্থলেই অন্তত ২৬ বাংলাদেশি নিহ'ত হয়। এর মধ্যে ৮ জনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব বলে খবর পাওয়া গেছে। ভৈরব থানা সূত্রে জানা যায়, লিবিয়ার অবস্থানরত উপজেলার বিভিন্ন এলাকার ৮ জন যুবকের সন্ধান মিলছে না।

তাদের মধ্যে সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাদ্দাম হোসেন আকাশ (২৬) বাবা মেহের আলী, একই ইউনিয়নের মৌটুপি গ্রামের সোহাগ আহমেদ (১৯) বাবা আব্দুল আলী, আকবর নগর গ্রামের মাহাবুব হোসেন (২৬) বাবা জিন্নত আলী, শ্রীনগর গ্রামের সাকিব হোসেন (২০) বাবা বাচ্চু মেলিটারি, শম্ভুপুর বড় কান্দার জানু মিয়া (২৭) বাবা আ. সাত্তার, একই গ্রামের মামুন মিয়া (২১) বাবা লিয়াকত মিয়া, একই এলাকার সাদ্দাম মিয়া (২০) বাবার নাম জানা যায়নি ও শম্ভুপুরে মোকশেদ আলীর পুত্র মোহাম্মদ আলী (২২) বলে জানা গেছে।

বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যায়, লিবিয়া অবস্থানরত ভৈরবের আরো আনেক পরিবারের সঙ্গে প্রবাসী যুবকদের যোগাযোগ বি'চ্ছি'ন্ন রয়েছে। ভৈরবের নিখোঁ'জের তালিকা আরো দীর্ঘ হওয়ার আশং'কা রয়েছে বলে নিখোঁ'জদের এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়।

ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, উপজেলা থেকে দালালের মাধ্যমে অবৈ'ধ পথে ইউরোপের বিভিন্ন দেশে না যাওয়ার জন্য আমাদের প্রচা'রণার চালানো পরেও দালালদের প্রলো'ভনে যুবকদের অবৈ'ধ পথে লিবিয়াকে ব্যবহার করছে। বৃহস্পতিবারের গো'লাগু'লিতে নিহ'তের কোনো তালিকা আমাদের কাছে আসে নাই। তবে ভৈরবের লিবিয়ায় অবস্থানরত নিখোঁ'জ পরিবারের তথ্যের ভিত্তিতে ৮ জনের একটি তালিকা আমরা করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে